শ্রীবরদীতে গ্রন্থাগার উদ্বোধন

শ্রীবরদী  (শেরপুর) প্রতিনিধি

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয় ও শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ গ্রন্থাগার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এডিপির বৃহত্তর ময়মনসিংহের রিজিওনাল ফিল্ড ডাইরেক্টর ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন। ওয়ার্ল্ড ভিশন কানাডা সহযোগিতায় ওই বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে নিজেদের স্বপ্ন ও বাস্তবতা নিয়ে বক্তব্য রাখে, পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার, অষ্টম শ্রেণীর ছাত্র ইসরাতুল ইসলাম জিাহান, নবম শ্রেণীর ছাত্রী তাসলিমা আক্তার তুষ্টি। পরে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর এডিপি ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার সজল বৈদ্য, শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, এসএমসি সদস্য শাহ মুত্তাকিম বিল্লাহ শিবলী, সহকারি প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সিনিয়র শিক্ষক জমশেদ আলী, কাকিলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক আবুল কালাম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডিপি’র শিক্ষা প্রকল্পের ম্যানেজার ঝান্ডা মৃ, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের অফিসার হাফিজুল হক সোহাগ, স্পন্সরশীপ প্রকল্পের অফিসার প্রাণসন দালবৎ, স্বাস্থ্য প্রকল্পের অফিসার লুচিয়া চিছাম ও বনানী চিছিম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন লাল ফিতা কেটে গ্রন্থাগারের উদ্বোধন ঘোষনা করেন। পরে তিনি বক্তব্যে বলেন, বই হচ্ছে জ্ঞানের ভান্ডার। জ্ঞান আহরণ করতে চাইলে বইয়ের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, এ গ্রন্থাগারে এসে বই পড়ে ছাত্রছাত্রীরা জ্ঞানার্জন করে সুন্দর ভবিষ্যত গঠন করলেই এর সার্থকতা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend