ভেঙ্গে ফেলা হচ্ছে ঝিনাইগাতীতে ভূমিকেম্প মাদ্রাসার ফাটলধরা ভবন

Mosque-Vanga-Picture1গত ২৫ এপ্রিল পর পর দু’দফায় ভূকম্পনের ফলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে অবস্থিত মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার তিনতলা বিশিষ্ট দুইটি ভবনে ভূমিকম্পে ফাটল ধরে দেবে যায়। স্থানীয় প্রশাসন ছাত্রদের জানমালের নিরাপত্তার স্বার্থে ভবন দুটি পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে উক্ত মাদ্রাসার প্রায় ৪৫০ জন ছাত্রদের পাঠদান নিয়ে কর্তৃপক্ষ পড়েছেন বিপাকে । মাদ্রাসার মোহ্তামিম মুফতি খালিছুর রহমান জানান, ১৯৮৯ সালে এলাকার ধর্মপ্রাণ ও সমাজের বিত্তবাণদের সাহায্য ও সহযোগীতা নিয়ে তিলতিল করে গড়ে তোলেন তিনতলা বিশিষ্ট মাদ্রাসাটি। উক্ত মাদ্রাসায় হেফজ বিভাগসহ প্রথম শ্রেনী থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত ৪৫০ জন ছাত্র অধ্যয়নরত এবং শিক্ষকসহ ২২ জন কর্মচারী রয়েছেন। আগামী ২১মে কওমী মাদ্রাসার বার্ষিক বোর্ড পরীক্ষা। ছাত্রদের নিয়ে বিভিন্ন মসজিদ ও স্কুলে এবং মাদ্রাসা ভবনের পাশে ও খোলা আকাশের নিচে পাঠদান করাতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। প্রতিদিন উক্ত মাদ্রাসায় ১৫০ জন এতিম ও অসহায় ছাত্রদের ফ্রি খানা দেওয়া হয়। এসব কিছুর পরেও উক্ত ভবনটি প্রশাসন কর্তৃক পরিত্যক্ত ঘোষনা করায় মাদ্রসা কর্তৃপক্ষ প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে গত তিনদিন ধরে ভবনটি ভেঙ্গে ফেলার কাজ চলছে। তিনতলা ভবন দুইটি ভেঙ্গে নতুন করে আরেকটি ভবন নির্মাণ করতে গেলে প্রায় ২ কোটি টাকা ব্যয় হবে। এত টাকা মাদ্রাসা কর্তৃপক্ষের সংগ্রহ করা অসম্ভব। তাই সরকারী, বে-সরকারী বা সমাজের ধনবান, বিত্তবান ব্যক্তিদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন মাদ্রাসার কর্তৃপক্ষ। সাহায্য পাঠান, সঞ্চয়ী হিসাব-৭৫৩, জনতা ব্যাংক, ঝিনাইগাতী শাখা, শেরপুর। যোগাযোগ ঃ ০১৭১২-০৭৬১০৫, ০১৯১৪-৮৬৯১৫৫।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend