মোটরসাইকেল রেজিস্ট্রেশনের সময় ১৫ দিন : আইজিপি

motorcycle-news-Rizvyসারাদেশে রেজিস্ট্রেশনবিহীন যত মোটরসাইকেল আছে সেগুলো ধরতে ৩ জুন থেকে পুলিশের অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশের মহা-পরিদর্শক (আইজি) একেএম শহীদুল হক।
রাজধানীর গুলিস্তানে পুলিশ সদর দফতরে রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
শহীদুল হক বলেন, ‘এখন থেকে ট্রাফিক নিয়মে গাড়ি চলবে। নিয়ম করে গাড়ি চালাতে ইতোমধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।’
‘যারা এখনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন করেনি তাদের ১৫ দিন সময় দেওয়া হল। এর পর আর কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যতদিন রেজিস্ট্রেশন করা হবে না ততোদিন মোটরসাইকেল পুলিশ হেফাজতে থাকবে’ বলেন তিনি।
পুলিশ প্রধান বলেন, ‘১৫ দিনের মধ্যে যাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে না তারা আবেদনের টাকা জমা দেওয়ার রশিদ সঙ্গে রাখবেন। ওই রশিদ দেখালে তাদের ছাড় দেওয়া হবে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend