রাজধানীসহ বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প

Earthquake-16.05.15...রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩৪ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালের দোলখায় এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগারগাঁও ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ৫৯১ কিলোমিটার উত্তর-পশ্চিমের নেপাল ছিল মধ্যম মাত্রার এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। কেন্দ্রস্থলে এর মাত্রা ৫ দশমিক ৬ বলেও জানিয়েছে সংস্থাটি।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্র। আর ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।
গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশটি লণ্ডভণ্ড হয়ে যায়। এর পরও কয়েক দফা ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। সে কম্পনের ধাক্কা লেগেছে বাংলাদেশেও।
ভূমিকম্পে নেপালে প্রায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ও ৫০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend