ঝিনাইগাতীতে পুলিশিং কমিটির মতবিনিময় সভা

Police-Picture11মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতীঃ “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ বাহিনীর উদ্যোগে ১৪ মে বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে উপজেলার রাঙ্গামাটিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রম ধর্মী মতবিনিময় সভা। মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি উদ্দিনের সভাপতিত্বে এসআই আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাসের স্বাগতিক বক্তব্যের পর উপস্থিত ব্যক্তিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, তিনানী আদর্শ ডিগ্রী কলেজের বর্তমান অধ্যক্ষ আবু আহম্মেদ, সাবেক অধ্যক্ষ আব্দুল কুদ্দুছ, সাবেক ইউপি চেয়াম্যান আমেজ উদ্দিন, মালিঝিকান্দা ইউনিয়ন আঃ লীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ছামেদুল হক, বিএপি’র নেতা নুরুল ইসলাম তোতা এবং গ্রামবাসীদের মধ্যে থেকে গোলাম মওলা, হাবিল উদ্দিন, আঃ রশিদ, রুস্তম আলী, জিয়ারুল ইসলাম, চান মিয়া, মুসলিম উদ্দিন, আমিরুল ইসলাম প্রমূখ। প্রত্যেক বক্তাদের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠে যে, শান্তি প্রিয় এ প্রত্যন্ত অঞ্চলের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শেরপুর সদর থানার সীমান্ত ঘেষা রাঙ্গামাটিয়া-কলসপাড় সংলগ্ন বিলের কাছে জুয়া খেলা হচ্ছে। তিন থানার জিরো পয়েন্টে এর অবস্থান থাকায় পুলিশ বাহিনীও তাদের তেমন কিছু করতে পারছেনা। গ্রামবাসী সহ বক্তারা স্থানীয় পুলিশ বাহিনীর কাছে প্রয়োজনে তিন থানার যৌথ উদ্দ্যেগে চেয়েছেন এর সুষ্ঠু প্রতিকার। ঝিনাইগাতী থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) ও অত্র মতবিনিময় সভার প্রধান অতিথি মিজানুর রহমান তার বক্তব্যে সকলকে অবহিত করেন যে, “তিনি এ থানায় যোগদানের পর থেকেই মদ, জুয়া ও নেশা মুক্ত উপজেলায় পরিনত করতে জিহাদ ঘোষনা করেন। এরই ধারা বাহিকতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠানের পূর্বেই জুয়া খেলার স্পটগুলো নিজে খোঁজ খবর নিয়েছেন”। তাই তিনি সভায় দৃঢ ভাবে উল্লেখ করে বলেন, মদ, জুয়া ও নেশা মুক্ত করতে হলে এলাকার সাধারণ জনগণের সাহায্যের প্রয়োজন এবং জনগনকে সাথে নিয়েই এ উপজেলাকে মদ ও জুয়া ও নেশা মুক্ত করবেন বলে ঘোষনা দেন এবং এ ধরনের সভা প্রত্যেকটি ইউনিয়ন ও গ্রামেও অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend