নেপালে ভূমিকম্পে মৃত ৪২, ভারতে ১৭

NepalQuake Killed 6৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ আঘাত থেকে সেরে উঠতে না উঠতেই ফের বড় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে।
স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পের ১৭ দিনের মাথায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে ওঠে হিমালয়কন্যা।
নেপাল ছাড়াও আফগানিস্তান, ভারত ও বাংলাদেশে অনুভূত হয় মঙ্গলবারের ভূকম্পটি। একবার নয়, অন্তত দুই দফায় এদিন ভূমিকম্প অনুভূত হয় দেশ চারটিতে। তবে নেপালে আঘাত হেনেছে মোট চারটি ভূমিকম্প।
টাইমস অব ইন্ডিয়ার সর্বশেষ খবরে বলা হয়েছে, দ্বিতীয় পর্বের এই ভূমিকম্পে নেপালে অন্তত ৪২ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত এক হাজারের বেশি মানুষ।
এদিকে ভূমিকম্পে ভারতে ১৭ জন মারা গেছেন। এর মধ্যে ১৬ জনই বিহারের। মৃত অপরজন হচ্ছেন উত্তর প্রদেশের।

বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে, ভূমিকম্পে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আফগানিস্তানে হতাহতের খবর সম্পর্কে কিছু জানা যায়নি।
এর আগে ২৫ এপ্রিল নেপালে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে। দেশটির ৮১ বছরের ইতিহাসে ওই ভূমিকম্পই ছিল সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।
ওই ভূমিকম্পে ভারতে অন্তত ৭২ জন, তিব্বতে অন্তত ১৭ জন ও বাংলাদেশে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছিল।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend