চার্জার ছাড়াই ফোন চার্জের নতুন প্রযুক্তি

chargerস্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে চার্জ নিয়ে রয়েছে নানা অভিযোগ। আর এই অভিযোগের দিন শেষ হতে যাচ্ছে।

সম্প্রতি একদল মার্কিন বৈজ্ঞানিক এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন, যা রেডিও ফ্রিকুয়েন্সিকে বিদ্যুতে পরিণত করছে। ফলে এমন সমস্ত ডিভাইস যা রেডিও ফ্রিকুয়েন্সি ধরতে পারে, এই প্রযুক্তি ব্যবহার করে তা সবই চার্জ করা সম্ভব হবে। প্রযুক্তিটি একটি কেস বা কভারের মতো। যেটা ফোনের সিগনাল খুঁজতে খরচ হওয়া ৯০ শতাংশ চার্জ পুনরায় আপনার মোবাইলে পাঠিয়ে দেয়। যার ফলে মোবাইল আপনাআপনি চার্জ হতে থাকে।

আমেরিকার নিকোলা ল্যাবস এবং ওহাইও স্টেট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আগামী এক বছরের মধ্যেই এই প্রযুক্তি বাজারে আসবে বলে মনে করা হচ্ছে।

তথ্যসুত্রঃ টেক ক্রাঞ্চ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend