ইন্টারনেট ডট অর্গ-এর মাধ্যমে বিনামূল্যে ব্যবহার করা যাবে যেসব ওয়েবসাইট

FB_BD_Internet_0_0আগামীকাল বাংলাদেশে চালু হচ্ছে ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট প্রকল্প ইন্টারনেট ডট অর্গ। আর এর মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করা যাবে।

আগামীকাল বেলা ১১টায় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই প্রকল্পের উদ্বোধন করবেন। আর এই উদ্বোধনকে সামনে রেখে ইতোমধ্যেই ফেসবুকের কর্মকর্তারা বাংলাদেশে এসে পৌঁছেছেন।

যেসকল ওয়েবসাইট রয়েছে এই তালিকায়:

ফেসবুক
ফেসবুক মেসেঞ্জার
উইকিপিডিয়া
প্রথম আলো
শিক্ষক ডট কম
আকু ওয়েদার
আস্ক ডট কম
বিডি নিউজ ২৪
বিডি জবস
বিক্রয় ডট কম
বিং
ইএসপিএন ক্রিক ইনফো
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট
আইসিটি ডিভিশন
মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইট
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট
কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট
আমার দেশ
বেবি সেন্টার অ্যান্ড মামা
ক্রিটিকা লিংক
ফ্যাক্টস ফর লাইফ
গার্ল ইফেক্ট
হেলথ প্রায়োর
মায়া
মাইনেট
সোশ্যাল ব্লাড
সন্ধান
ওয়াটপ্যাড
ইয়োর মানি

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend