মোবাইলে শীঘ্রই আসছে না উইন্ডোজ ১০

windows-phone-homeউইন্ডোজ ফোন ব্যবহারকারীদের তাদের ফোনে উইন্ডোজ ১০ পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম গ্রুপের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট জো বেলফিওর জানিয়েছেন, মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমটি পিসি অপারেটিং সিস্টেমের মতো নয়। এটি বাজারে আসতে কিছুদিন দেরি হবে। বেলফিওর আরও জানিয়েছেন, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটির মূল লক্ষ্য হলো পিসি। এ অপারেটিং সিস্টেমটি পিসিতে অসাধারণ কাজ করবে। কিন্তু এর ব্যবহারকারীদের অন্য ডিভাইসগুলো যেমন ফোন, হলোলেন্স, এক্সবক্স, সারফেস হাব এসব চালানোর বিষয়টি স্থিতিশীল নয়।

অপারেটিং সিস্টেম ছাড়াও মাইক্রোসফটের নতুন ব্রাউজার এজ সাপোর্ট এবারের গ্রীষ্মেই উন্মুক্ত হচ্ছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend