মেলান্দহে কুমারীর কন্যা সন্তান প্রসব : পিতৃত্বের দাবীতে মামলা

 

SAM_4245জামালপুরের মেলান্দহে কুমারীর কন্যা সন্তান প্রশবের ঘটনা ঘটেছে। কুমারী কিশোরী মনিরা গত ২৮ এপ্রিল ভোরে একটি কন্যা সন্তান প্রসব করলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।নবজাতকের নাম রাখা হয়েছে সাফিয়া।এ নিয়ে কিশোরী মাতা শিহাটা গমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মনিরা জামালপুর কোর্টে সন্তানের পিতৃ পরিচয়ের দাবীতে একটি মামলা দায়ের করেছে।

মামলার সূত্রে জানা গেছে, উপজেলার শিহুরী গ্রামের দিনমজুর মফিজ শেখের মেয়ে  শিহাটা গমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মনিরা  শিহাটা সিউর সাকসেস কোচিং সেন্টারের পরিচালক শিহাটা গ্রামের রিয়াজুলের ছেলে সুমনের (২২) কাছে প্রাইভেট পড়ত। এ সুবাদে সুমনের কু-নজর পড়ে মনিরার উপর। প্রাইভেট পড়াকালে একদিন সকল ছাত্রীকে ছুটি দিয়ে মনিরাকে থাকতে বলে সুমন। সুমন বিয়ের প্রলোভন ও অস্ত্রের ভয় দেখিয়ে মনিরার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করলে মনিরা অন্ত:স্বত্ত্বা হয়ে পডে। বিষয়টি জানাজানি হলে সুমনকে বিয়ের জন্য মনিরা চাপ সৃষ্টি করে।েএতে সুমন অসম্মতি জানায়।

 

 

এনিয়ে এলাকাবাসি নিস্পত্তির চেষ্টা চালায়। সুমনের পরিবার বিয়ে ছাড়া ৩০হাজার টাকা নিয়ে গর্ভপাত ঘটিয়ে বিষটি চেপে যেতে বলে। অন্যথায় প্রাণনাশের হুমকীও প্রদর্শন করে।

অবশেষে ২৮ এপ্রিল মনিরা একটি কন্যা সন্তান প্রসব করে। এ নিয়ে  মনিরা জানায়, সুমন নবজাতককে মেরে ফেলতে কিংবা পোষ্য দিতে ঘনঘন মোবাইলে হুমকী দিচ্ছে। আদালত আইনগত ব্যবস্থা নিতে মেলান্দহ থানার ওসিকে নির্দেশ দিয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend