ব্রিটিশ রাজপরিবারে নতুন রাজকন্যা

Kate-Admittedt-to-Hospital-hoডিউক ও ডাচেস অব কেমব্রিজের সংসারে যোগ হল আরেক সদস্য।
ব্রিটিশ গৃহবধূ কেট মিডলটন জন্ম দিলেন কন্যাশিশুর। শনিবার লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে জন্ম হয় প্রিন্স উইলিয়াম ও কেটের দ্বিতীয় সন্তানের।
রাজপ্রাসাদ সূত্রে এই খবর দিয়েছে বিবিসি। প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, কেট ও তার কন্যাশিশু দু’জনেই সুস্থ আছেন।
খবরে বলা হয়, বাংলাদেশ সময় শনিবার দুপুর ১২টায় হাসপাতালে ভর্তি হন কেট।
কারে চড়ে তিনি সেন্ট মেরি হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে ছিল প্রথম সন্তান প্রিন্স জর্জ।
এই একই হাসপাতালে ২০১৩ সালের ২২ জুলাই জন্ম হয় জর্জের।
দ্বিতীয় সন্তান প্রসবের সময় কেটের পাশে প্রিন্স উইলিয়াম ছিলেন কিনা— তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি ওই সময় হাসপাতালেই ছিলেন। কেনান এই উপলক্ষেই সম্প্রতি তিনি বিমান অভিযানের চাকরি থেকে ছুটি নিয়ে রাজপ্রাসাদে ফিরেছেন।Kate-Admittedt-t7

প্রথম সন্তান প্রিন্স জর্জের সঙ্গে ডিউক ও ডাচেস অব কেমব্রিজ
প্রসঙ্গত, প্রিন্স জর্জের জন্মের সময়ও স্ত্রী কেটের পাশে ছিলেন উইলিয়াম।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend