নেপালে ভূমিকম্পের ৭ দিন, মৃত ৬২৫০

Nepal-Quake-Tolls-6250_therনেপালে আঘাত হানা স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের সাত দিন পার হচ্ছে। ২৫ এপ্রিল শনিবার ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নড়বড়ে হয়ে পড়ে হিমালয়কন্যা নেপাল। এক সপ্তাহে ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫০। এ ছাড়া আহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি।
এদিকে, শুক্রবার নেপালে অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন (ইউ) দূতাবাস জানিয়েছে, ভূমিকম্পে ইইউ-এর অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছে হাজারেরও বেশি মানুষ।
নেপালের ৮১ বছরের ইতিহাসে শনিবারের ভূমিকম্পটি ছিল সবচেয়ে ভয়াবহ। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, ২০টি পারমাণবিক বোমার সমান শক্তি নিয়ে ওই ভূমিকম্পটি আঘাত হানে নেপালে।
সম্প্রতি যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প বিজ্ঞানী জেমস জ্যাকসন জানিয়েছেন, ভূমিকম্পের কারণে নেপালের রাজধানী কাঠমান্ডু অন্তত ১০ ফুট দক্ষিণে সরে গেছে।
জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পে ছয় লাখেরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০ লাখেরও বেশি নেপালী।
ভূমিকম্পের পর একটানা উদ্ধারকাজ চলছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend