ভূমিকম্পে ৫০ হাজার গর্ভবতী নারী ক্ষতিগ্রস্ত

EQ_50K-Pregnant-Affected_thনেপালে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৫০ হাজার গর্ভবতী নারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা ইউএনএফপিএ মঙ্গলবার এ তথ্য দিয়েছে।
সংস্থাটির সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ভূমিকম্পের কারণে স্বাস্থ্যসেবা প্রাপ্তিতেও হাজারো নারী বিপদে পড়ছেন বলে জানিয়েছে ইউএনএফপিএ।
সংস্থাটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমন্বয়ক প্রিয়া মারওয়া বলেছেন, ‘অসংখ্য নারী প্রজননগত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এবং অনেকেই সন্তান প্রসব করছেন অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে।’
এর আগে জাতিসংঘ জানিয়েছিল, ভূমিকম্পে অন্তত ৮০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১০ লাখ শিশু রয়েছে।
প্রসঙ্গত, ২৫ এপ্রিল শনিবার ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে নেপালে। এতে এ পর্যন্ত অন্তত পাঁচ হাজার ৫৭ জন মারা গেছেন।
নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা আশঙ্কা করছেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend