ভোট পেতে ‘চাঁদরাতে’ টাকার খেলা?

Untitled-1_18২৮ এপ্রিল তিন সিটির নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সবধরণের প্রস্তুতি শেষ। এর আগে রোববার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। কিন্তু প্রার্থীরা প্রচারণায় যেভাবে অর্থ ব্যয় করেছেন, তাতে ভোটারদের প্রভাবিত করতে নির্বাচনের একেবারে আগমূহুর্ত পর্যন্ত অর্থ ব্যয় করে যাবেন এমন ধারণা করছেন অনেকে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী জোনায়েদ সাকি প্রচারণার সময় ছাড়াও বিভন্ন টিভি চ্যানেলেন টকশো-তে দাবি করে আসছিলেন ভোটারদের প্রভাবিত করতে টাকার খেলা চলছে। এ বিষয়ে তিনি বলেন, ‘যেভাবে প্রচারণা হয়েছে, তার দিকে তাকালেই দেখা যায় যে কী পরিমাণ অর্থের ব্যয় হতে পারে।’

সাকি বলেন, বিভিন্ন অঞ্চল থেকে আমরা খবর পাচ্ছি সেখানকার স্থানীয় প্রভাবশালীদের অর্থ দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে।

‘চাঁদরাত’ হিসেবে পরিচিত নির্বাচনের আগের রাতে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার বিষয়টি বেড়ে যেতে পারে কিনা জানতে চাইলে জোনায়েদ সাকি বলেন, ‘আমাদের দেশে নির্বাচনে সাধারণত এমনটা হয়ে থাকে। এটা সাধারণ অভিজ্ঞতা। এবারও এমনটা হবে কারণ এখন পর্যন্ত আমাদের কাছে যা খবরাখবর আছে সেটা তাই বলে। তবে আমরা আশাবাদী যতই টাকার খেলা হোক জনগণ টাকার খেলায় পরিবর্তনের আকাঙ্খাকে জিম্মি করবেন না।’

নির্বাচন পর্যবেক্ষন সংস্থা ব্রতী’র নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ বলেন, ‘নির্বাচনের আগের দিন টাকাপয়সা ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার সম্ভাবনা ততোখানিই রয়েছে যতখানি এর আগেও হয়েছে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক্ষেত্রে কীভাবে কাজ করতে পারে জানতে চাইলে নির্বাচন কমিশনের জোরালো ভূমিকার কথা উল্লেখ করে শারমিন মুর্শিদ বলেন, ‘নির্বাচন কমিশনকে বিচার করতে হবে যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করেছে তার মাধ্যমে পরিবেশকে ঠিক রাখতে পারবে কি না। অন্যায়কারীদের দৃঢ়ভাবে দমন, সঙ্গে সঙ্গে অন্যায়কারীদের বিচারের আওতায় আনা, নির্বাচন কমিশন তাদের হাতে প্রশাসনিক ক্ষমতা রাখলে তারা পরিবেশটা নিয়ন্ত্রণে রাখতে পারবে।’

‘মানুষকে অভয় দেয়ার দায়িত্বটাও নির্বাচনের কমিশনের, এমনটাই বলেন তিনি। তবে নির্বাচন কমিশনকে এটা মাথায় রাখতে হবে মানুষ কীভাবে তাদেরকে দেখছে। নির্বাচন কমিশনকে সেভাবে কাজ করবে হবে’, বলেন শারমিন।

তিনি দাবি করেন, নির্বাচন কমিশন সবাইকে সমানভাবে বিচার করছে না, সবকিছু সঠিকভাবে সামাল দিচ্ছে না। আর এসব কারণেই তাদেরকে সমালোচনার মুখোমুখি হতেই হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend