গাজীপুরে পোশাক কারখানায় ফাটল আতঙ্কে ছুটি

Gazipur_2জেলার কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় ফাটল আতঙ্ক দেখা দেয়ায় কাজে যোগ দেয়নি শ্রমিকরা। পরে শ্রমিকদের বিক্ষোভের জেরে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, রবিবারের ভুমিকম্পের পর চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স লিমিটেড নামের কারখানাটির শ্রমিকদের মাঝে ফাটল আতঙ্ক দেখা দেয়। ওসি জানান, সোমবার সকালে প্রায় তিন সহস্রাধিক শ্রমিক কারখানায় কাজে যোগ দিতে আসে। ওই সময় তাদের মধ্যে ভবন দেবে যাওয়া ও ফাটল আতংক দেখা দিলে কর্তৃপক্ষের কাছে তারা ছুটি দাবি করে। এক পর্যায়ে তারা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি ঘোষণা দিয়ে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ করতে থাকে। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা চালালে শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আতঙ্কিত শ্রমিকরা কাজ করতে অস্বীকৃতি জানালে কারখানা কর্তৃপক্ষ পরে ছুটি ঘোষণা করে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend