শেরপুরে ভূকম্পন: আতংকে আহত ১০ : দু’জন হাসপাতালে ভর্তি

sherpurদু’দফা ভূমিকম্পে শেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাসা-বাড়ি ও অফিস আদালতে মানুষ চরম আতংকিত হয়ে পড়ে। আতংকে বিভিন্নস্থানে কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে শেরপুর জেলা শহরের চকপাঠক মহল্লার বিন্তি (১৪) ও গোপালবাড়ীর নিরেদা (১৩) আহত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া সদর উপজেলার যোগিনীমুড়া এলাকায় ফসিহ-উল উলুম দাখিল মাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্রী তৌফিকাসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সদর হাসপাতালের একাধিক চিকিৎসক জানান, আতংক থেেেকই মূলত: তারা অসুস্থ হয়ে পড়ে। আতংক কেটে গেলেই তারা স্বাভাবিক হয়ে যাবে। এদিকে ভূমিকম্পে জেলা শহরের দু’টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ফাটল ধরার খবর পাওয়া গেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend