দ্রুতগতিতে জাপানি ট্রেনের বিশ্বরেকর্ড

Japanese-trainঘণ্টায় ৬০৩ কিলোমিটার (৩৭৪ মাইল) বেগে চলে নতুন বিশ্বরেকর্ড গড়েছে জাপানি এক চুম্বকীয় ট্রেন। গত সপ্তাহে এক পরীক্ষামূলক চালনায় ঘন্টাপ্রতি ৫৯০ কিলোমিটার গতিতে চলে বিশ্বরেকর্ড গড়েছিল একই ট্রেনটি। খবর বিবিসির।

সেন্ট্রাল জাপান রেলওয়ে জানিয়েছে, ২০২৭ সালে এই ট্রেনটি চলাচলের জন্য নামানো হবে। টোকিও-নাগোয়া রুটে চলাচল করবে ট্রেনটি।

রেলওয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তড়িৎ চুম্বকের সাহায্যে চলাচলকারী এই যাত্রীবাহী ট্রেনটি মাত্র ৪০ মিনিটে ২৮০ কিলোমিটার পথ পাড়ি দেবে। যাত্রী বহন করার সময় এটি ঘণ্টাপ্রতি সর্বোচ্চ ৫০৫ কিলোমিটার বেগে চালানো হবে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটির জন্য নাগোয়া পর্যন্ত রাস্তা প্রশস্ত করতেই ১০ হাজার কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে। রাস্তাটির ৮০ শতাংশ জুড়ে রয়েছে ব্যয়বহুল সুড়ঙ্গ।

ঘণ্টাপ্রতি ৫৮১ কিলোমিটার বেগে চলে এক যুগ ধরে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের খেতাব ধরে রেখেছিল জাপানেরই আরেকটি চুম্বকীয় ট্রেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend