সোনালী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

Sonali-Bankমেয়াদ পূর্তির আট মাস আগেই পদত্যাগ করলেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান এএইচএম হাবিবুর রহমান।
ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।
ব্যক্তিগত কারণ দেখালেও ক্ষোভ থেকেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ব্যাংকের একটি বিশ্বস্ত সূত্র দ্য রিপোর্টকে জানিয়েছে।
এই বিষয়ে এএইচএম হাবিবুর রহমান বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। এর বাইরে কিছু বলতে পারব না।’
হলমার্ক কেলেঙ্কারির সমালোচনার মধ্যে ২০১২ সালের ২৭ ডিসেম্বর হাবিবুর রহমানকে তিন বছরের জন্য সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। ২৬ ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল।
সোনালী ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, হলমার্ক কেলেঙ্কারির পর ব্যাংকটিকে ভালো অবস্থায় ফিরিয়ে নিতে না পারায় তিনি ক্ষুব্ধ ছিলেন। এ ছাড়া ব্যাংক পরিচালনায় বাইরের নানা চাপ ছিল, যা মেনে নিতে পারছিলেন না হাবিবুর রহমান। মূলত তিনি নতুন কোনো অনিয়মের দায় নিতে রাজি নন। এ কারণেই তিনি নিজ থেকে সরে দাঁড়িয়েছেন।
২০১৪ সাল শেষে সোনালী ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩৯৪ কোটি ৭৯ লাখ টাকা। ২০১৩ সালে ব্যাংকটির বিতরণ করা ঋণ ছিল ৩৪ হাজার ৩৪৫ কোটি টাকা। ২০১৪ সালে এটা কমে ৩৩ হাজার ৭২৬ কোটি টাকা হয়েছে। শ্রেণীকৃত ঋণ কিছুটা কমে ৮ হাজার ২৩৫ কোটি টাকা হয়েছে। তবে ২০১৩ তুলনায় ২০১৪তে শ্রেণীকৃত ঋণ আদায় কমেছে ৬৭০ কোটি টাকা। তাছাড়া অভ্যন্তরীণ ও বিদেশী রেমিট্যান্স দুটোই আগের বছরের তুলনায় কমে গেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend