শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ ওষুধ জব্দ : জরিমানা

vrammoman-adalt-ovijan2-300x245শেরপুর বিক্রী নিষিদ্ধ ওষুধ মজুদ করার অভিযোগে রঞ্জিত কুমার নামে এক ওষুধ ব্যবসায়ীর নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৩ এপ্রিল সোমবার বিকেলে শহরের মাধবপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানার অর্থ আদায় করা হয়। শেরপুর কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ও তসলিমা নূর হোসেনে নেতৃত্বে ওই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

শেরপুর-জামালপুর জেলার ওষুধ তত্বাধায়ক সাখাওয়াত হোসেন রাজু আকন্দ জানান, টাঙ্গাইল জেলার বাসিন্দা রঞ্জিত কুমার দীর্ঘদিন যাবত মাধবপুর এলাকায় রাখাল হোড়ের বাসা বসবাসের জন্য ভাড়া নিয়ে পাইকারী বিক্রির জন্য সেখানে নানা ধরনের বিক্রয় নিষিদ্ধ ওষুধ মজুদ করেন। গোপন সংবাদে বিষয়টি জানতে পেরে সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে ইন্দো-বাংলা ল্যাবরেটরীজ নামে একটি কোম্পানীর ওষধ প্রশাসন অধিদপ্তরের বিক্রয় নিষিদ্ধ ৮ প্রকারের ওষুধ জব্দ করা হয়। পরে আনুমানিক প্রায় ৫০ হাজার টাকা মূল্যের জব্দকৃত ওইসব ওষুধ ধ্বংস করা হয়। তিনি জানান, ‘ড্রাগ কন্ট্রোল আইনে’ নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে তাৎক্ষনিক ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend