আনিসুলের সমর্থকসহ ৬ জনকে ৬৬ হাজার টাকা জরিমানা

Vrammoman_Adalot_-300x180আচরণবিাধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগ সমর্থক মেয়র প্রার্থী আনিসুল হকের সমর্থক ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই অভিযোগ ৫ কাউন্সিলর প্রার্থীকেও ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ক্যান্টনমেন্ট এলাকার মানিকদী বাজারে উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এই জরিমানা করেন।
অভিযুক্ত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে হাসান মোল্লাকে ১০ হাজার টাকা, ইব্রাহীম খাঁকে ৮ হাজার, নজরুল ইসলামকে ১০ হাজার, রফিকুল ইসলামকে ৮ হাজার ও পারভীন হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।।
এর আগেও সারওয়ার আলম বিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র প্রার্থী মোহাম্মদ নাঈম হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন।
সারওয়ার আলম বলেন, ‘অভিযু্ক্তদের সবাই বিধি লঙ্ঘন করে পোস্টার লাগিয়ে আগাম প্রচার চালাচ্ছিলেন যেটা আচরণি বিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিধি লঙ্ঘনের অভিযোগই তাদের জরিমানা করা হয়েছে।’
বিধি অনুসারে, প্রার্থীরা ভোট গ্রহণ দিনের ২১ দিন পূর্বে প্রচারণা চালাতে পারবেন না। সে হিসেবে প্রার্থীরা ৭ এপ্রিল থেকে সীমিত আকারে প্রচারণা চালাতে পারবেন। তবে ১০ এপ্রিল প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা চূড়ান্ত প্রচারণায় নামতে পারবেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend