এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অনধিকার প্রবেশ নিষিদ্ধ

DMPঢাকায় ২০১৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে ১ এপ্রিল থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১ এপ্রিল থেকে পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন। তাই ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ (দুইশ) গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।’
এ আদেশ আগামী ১ এপ্রিল থেকে শুরু করে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend