এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দলের পরিসংখ্যান

australia-vs-new-zealand2মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামীকাল রবিবার অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে যৌথ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। স্বপ্নের সেই ফাইনালের পথে উভয় দলের এবারের আসরের গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের পরিসংখ্যান তুলে ধরা হলো :

অস্ট্রেলিয়া
গ্রুপ-এ
১৪ ফেব্রুয়ারি, মেলবোর্ন :
অস্ট্রেলিয়া ৩৪২-৯ (এ্যারন ফিঞ্চ ১৩৫, গ্লেন ম্যাক্সওয়েল ৬৬, জর্জ বেইলি ৫৫; স্টিভেন ফিন ৫-৭১) বনাম ইংল্যান্ড ২৩১ রানে অল আউট (জেমস টেইলর ৯৮*; মিশেল মার্শ ৫-৫৩)।
ফল : অস্ট্রেলিয়া ১১১ রানে জয়ী।
২১ ফেব্রুয়ারি, ব্রিসবেন : অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ।
ফল : বৃষ্টির কারণে পরিত্যক্ত।
২৮ ফেব্রুয়ারি, অকল্যান্ড :
অস্ট্রেলিয়া ১৫১ (ট্রেন্ট বোল্ট ৫-২৭) বনাম নিউজিল্যান্ড ১৫২-৯ (ব্রেন্ডন ম্যাককালাম ৫০; মিশেল স্টার্ক ৬-২৮)।
ফল : অস্ট্রেলিয়া ১ উইকেটে পরাজিত।
৪ মার্চ, পার্থ :
অস্ট্রেলিয়া ৪১৭-৬ (ডেভিড ওয়ার্নার ১৭৮, স্টিভেন স্মিথ ৯৫, গ্লেন ম্যাক্সওয়েল ৮৮) বনাম আফগানিস্তান ১৪২ রানে অল আউট ।
ফল : অস্ট্রেলিয়া ২৭৫ রানে জয়ী।
৮ মার্চ, সিডনি :
অস্ট্রেলিয়া ৩৭৬-৯ (গ্লেন ম্যাক্সওয়েল ১০২, স্টিভেন স্মিথ ৭২, মাইকেল ক্লার্ক ৬৮, শেন ওয়াটসন ৬৭) বনাম শ্রীলংকা ৩১২-৯ (কুমার সাঙ্গাকারা ১০৪, তিলকরতেœ দিলশান ৬২, দিনেশ চান্ডিমাল ৫২ রিটায়ার্ড হার্ট)।
ফল : অস্ট্রেলিয়া ৬৪ রানে জয়ী।
১৪ মার্চ, হোবার্ট :
স্কটল্যান্ড ১৩০ রানে অল আউট বনাম অস্ট্রেলিয়া ১৩৩-৩।
ফল : অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী।

কোয়ার্টার ফাইনাল :
২০ মার্চ, এডিলেড :
পাকিস্তান ২১৩ রানে অল আউট (হারিস সোহেল ৪১, জোস হ্যাজেলউড ৪-৩৫) বনাম অস্ট্রেলিয়া ২১৬-৪ (স্টিভেন স্মিথ ৬৫, শেন ওয়াটসন ৬৪*, গ্লেন ম্যাক্সওয়েল ৪৪*)।
ফল : অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।

সেমিফাইনাল :
২৬ মার্চ, সিডনি :
অস্ট্রেলিয়া ৩২৮-৭ (স্টিভেন স্মিথ ১০৫, এ্যারন ফিঞ্চ ৮১, উমেশ যাদব ৪-৭২) বনাম ভারত ২৩৩ রানে অল আউট (মাহেন্দ্র সিং ধোনী ৬৫; জেমস ফকনার ৩-৫৯)।
ফল : অস্ট্রেলিয়া ৯৫ রানে জয়ী।

নিউজিল্যান্ড
গ্রুপ-এ
১৪ ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চ :
নিউজিল্যান্ড ৩৩১-৬ (কোরি এন্ডারসন ৭৫, ব্রেন্ডন ম্যাককালাম ৬৫, কেন উইলিয়ামসন ৫৭) বনাম শ্রীলংকা ২৩৩ রানে অল আউট (লাহিরু থিরিমান্নে ৬৫)।
ফল : নিউজিল্যান্ড ৯৮ রানে জয়ী।
১৭ ফেব্রুয়ারি, ডানেডিন :
স্কটল্যান্ড ১৪২ রানে অল আউট (ম্যাট ম্যাকান ৫৬, রিচি বারিংটন ৫০) বনাম নিউজিল্যান্ড ১৪৬-৭।
ফল : নিউজিল্যান্ড ৩ উইকেটে জয়ী।
২০ ফেব্রুয়ারি, ওয়েলিংটন :
ইংল্যান্ড ১২৩ রানে অল আউট (টিম সাউদি ৭-৩৩) বনাম নিউজিল্যান্ড ১২৫-২ (ব্রেন্ডন ম্যাককালাম ৭৭)।
ফল : নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।
২৮ ফেব্রুয়ারি, অকল্যান্ড :
অস্ট্রেলিয়া ১৫১ রানে অল আউট (ট্রেন্ট বোল্ট ৫-২৭) বনাম নিউজিল্যান্ড ১৫২-৯ (ব্রেন্ডন ম্যাককালাম ৫০; মিশেল স্টার্ক ৬-২৮)।
ফল : নিউজিল্যান্ড ১ উইকেটে জয়ী।
৮ মার্চ, নেপিয়ার :
আফগানিস্তান ১৮৬ রানে অল আউট (নাজিবুল্লাহ জারদান ৫৬, সামিউল্লাহ শেনওয়ারি ৫৪) বনাম নিউজিল্যান্ড ১৮৮-৪ (মার্টিন গাপটিল ৫৭)।
ফল : নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী।
১৩ মার্চ, হ্যামিল্টন :
বাংলাদেশ ২৮৮-৭ (মাহমুদুল্লাহ ১২৮*, সৌম্য সরকার ৫১) বনাম নিউজিল্যান্ড ২৯০-৭ (মার্টিন গাপটিল ১০৫, রস টেইলর ৫৬)।
ফল : নিউজিল্যান্ড ৩ উইকেটে জয়ী।

কোয়ার্টার ফাইনাল :
২১ মার্চ, ওয়েলিংটন :
নিউজিল্যান্ড ৩৯৩-৬ (মার্টিন গাপটিল ২৩৭*, রস টেইলর ৪২) বনাম ওয়েস্ট ইন্ডিজ ২৫০ রানে অল আউট (ক্রিস গেইল ৬১, ট্রেন্ট বোল্ট ৪-৪৪)।
ফল : নিউজিল্যান্ড ১৪৩ রানে জয়ী।

সেমিফাইনাল :
২৪ মার্চ, অকল্যান্ড :
দক্ষিণ আফ্রিকা ২৮১-৫ (ফাফ ডু প্লেসিস ৮২, এবি ডি ভিলিয়ার্স ৬৫*, ডেভিড মিলার ৪৯), বনাম নিউজিল্যান্ড ২৯৯-৬ (গ্র্যান্ট এলিয়ট ৮৪*, ব্রেন্ডন ম্যাককালাম ৫৯, কোরি এন্ডারসন ৫৮)।
ফল : নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী (ডি/এল)।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend