ঝিনাইগাতীতে স্কুল ছাত্র তালাশ এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

Talasশেরপুরের ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র তালাশ মাহমুদকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এর অনুষ্ঠান চলাকালে কারাগাঁও গ্রামের হিমু, মিলন, রাসেল, ফারুক সহ একদল সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা ওই বিদ্যালয়ের ছাত্রীদের ছবি উত্তোলন সহ বিভিন্ন ভাবে উত্যক্ত করিতেছিল। বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র তালাশ মাহমুদ সহ বিদ্যালয়ের ছাত্ররা বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে তালাশ সহ ৪/৫ জন ছাত্রকে আহত করে। আহতদের মধ্যে তালাশের অবস্থা আশঙ্কাজনক। তালাশকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে তালাশের পিতা শাহজাহান (ধলা) ১৩ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ ওই রাতেই ফারুক (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। ওই সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার এর দাবীতে ২৮ মার্চ শনিবার বেলা ১১টায় আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার এর দাবীতে বক্তব্য রাখেন, আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত আলী, কাংশা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আঃ আজিজ ধলু ও মাজেদ মেম্বার প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend