শেরপুরে যৌতুক মামলায় স্বামীর ২ বছরের সাজা

jail-photo-2_11609_0শেরপুরে যৌতুক নিয়ন্ত্রণ আইনের মামলায় রেজাউল করিম (২৬) নামে এক স্বামীর ২ বছরের সশ্রম কারাদন্ড হয়েছে। ২৫ মার্চ বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আ.ন.ম ইলিয়াস ওই রায় ঘোষণা করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৪ জানুয়ারি শেরপুর শহরের চকপাঠক মহল্লার দরিদ্র আমির হোসেনের মেয়ে শিখা আক্তারের বিয়ে হয় নকলা উপজেলার গণপদ্দী গ্রামের এবাদুল হোসেনের ছেলে রেজাউল করিমের সাথে। বিয়ের কিছুদিন পর থেকেই রেজাউল যৌতুক দাবিতে গৃহবধূ শিখার প্রতি নির্যাতন করে আসছিল। ওই অবস্থায় ২০১৪ সালের ২ জানুয়ারি দুপুরে রেজাউল ৫০ হাজার টাকার যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে গৃহবধূ শিখাকে মারপিট করে তাড়িয়ে দেয়। পরে রেজাউলকে আসামী করে শিখা আদালতে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় একটি নালিশি মামলা দায়ের করে। আদালত বাদীসহ ৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রেজাউলকে ২ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। মামলাটি বাদীপক্ষে এডভোকেট জাহিদুল হক আধার ও আসামীপক্ষে এডভোকেট এএইচএম আমিনুল ইসলাম হেলাল পরিচালনা করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend