আরও ৭ কাউন্সিলর প্রার্থীকে ইসির নোটিশ; ২ সিটিতে মেয়র পদে ২২, কাউন্সিলর ৯৫৮ জন \

5363934dac417-DCC-pollsঢাকা (উক্তর-দক্ষিণ) সিটি করপোরেশন নির্বাচনে লড়াইয়ের লক্ষে সোমবার পর্যন্ত ৯৮০ জন সম্ভ্যব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে ২২ জন মেয়র প্রার্থী রয়েছেন।
এ ছাড়া দুই সিটির মধ্যে উত্তরে ৩৩১ জন এবং দক্ষিণে ৬২৭ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান, সোমবার পর্যন্ত তিনটি পদে ৬৩৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে ৯ জন মেয়র, ৫২৫ জন সাধারণ কাউন্সিলর ও ১০২ জন সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শাহ জানান, এখন পর্যন্ত ৩৪৪ জন প্রার্থী মনোনয় ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে ১৩ মেয়র পদে, ২৬৯ জন সাধারণ কাউন্সিলর ও ৬২ জন সংরক্ষিত কাউন্সিলর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এদিকে গত দুই দিনের মতো সোমবারও দক্ষিণ সিটির ৭ জন কাউন্সিলর প্রার্থীকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইসি। এর আগে ইসি আরেও ১২ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। এরা ইসির নির্দেশ অমান্য করে আগাম প্রচারণা চালিয়ে আসছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend