মাশরাফি-তাসকিনের ‘বক্ষ’ নৃত্য

taskinবেলি ড্যান্স, হিপ ড্যান্স- কতরকমের নৃত্যই তো আছে। তাই বলে ‘বক্ষ’ ড্যান্স! হ্যাঁ, বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে আনন্দ উদযাপনের জন্য এমন নৃত্য পরিবেশন করেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা-তাসকিন আহমেদ। অজিঙ্ক রাহানেকে আউট করার পর মাশরাফির সঙ্গে তাসকিনের শূন্যে লাফিয়ে উঠে বুকে বুক মিলিয়ে আনন্দ উদযাপনের মূহূর্তটিকে নিঃসন্দেহে ‘বক্ষ’ নৃত্য বলেই আখ্যায়িত করা যায়।
প্রতিপক্ষের বিপক্ষে সাফল্য পাওয়ার আনন্দ প্রকাশের পর খেলোয়াড়রা অনেক কিছুই করে থাকেন। ফুটবলের পরাশক্তি ব্রাজিলের খেলোয়াড়রা অনেক সময় মাঠে দেশটির ঐতিহ্যবাহী নৃত্য ‘সাম্বা’ পরিবেশন করে থাকেন। ক্রিকেটও তার বাইরে নয়, আনন্দ উদযাপনে অনেক নৃত্য চোখে পড়ে এখানে।
২০১২ সালে শ্রীলঙ্কায় আয়োজিত টোয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার পর ‘গ্যাংনাম’ ড্যান্সে মেতেছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা, যা উপভোগ করেছিল ক্রিকেট বিশ্ব। আর বৃহস্পিতিবার চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাশরাফি-তাসকিনের ‘বক্ষ’ নৃত্যও উপভোগ করেছে মেলবোর্ন স্টেডিয়ামের উপস্থিত ৮০-৯০ হাজার দর্শক; সঙ্গে পুরো ক্রিকেট বিশ্ব।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend