বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত

Sures-Raynaবাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই; এমন মন্তব্য করেছেন ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না। বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্পর্কে রায়না বলেছেন, ‘বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তারা ভারতের বিপক্ষে সব সময়ই ভাল করছে; বিশেষ করে আইসিসি ট্রফিতে। ২০০৭ বিশ্বকাপে আমরা ওদের কাছে হেরেছি। এ ছাড়াও এশিয়া কাপে তারা আমাদেরকে হারিয়েছে। আইপিএলে তাদের অনেক ক্রিকেটারই খেলেছে। তাদের দেশেও বিপিএল খেলা হয়। আমি মনে করি, তারা জানে কিভাবে ওয়ানডে ক্রিকেট খেলতে হয়। এ জন্য পূর্ণশক্তি দিয়ে আমাদের মাঠে নামতে হবে তাদেরকে সামলানোর জন্য।’
রায়না আরও যোগ করেছেন, ‘আগামীকালের (বৃহস্পতিবার) ম্যাচে আমাদের কি করা উচিত তা নিয়ে চিন্তা করছি। লিগ ম্যাচে আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, এই ম্যাচেও ঠিক সেভাবেই নিয়েছি। মাঠে গিয়ে এখন শুধু প্রস্তুতির প্রতিফলন ঘটাতে হবে। ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগেই ভাল করতে হবে।’
বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান রয়েছে সে ক্ষেত্রে আপনার বোলিংটা প্রয়োজন পড়বে কি? এমন প্রশ্নে সুরেশ রায়না বলেছেন, ‘আমি জানি, আমার শুধু কয়েকটি ওভার করতে হবে। সেই কয়েকটি ওভার ভাল করেই করতে চাই। ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করতে চাই। সেই সঙ্গে উইকেটও তুলে নিতে হবে। উইকেট টু উইকেট বোলিং করে চাপ তৈরি করা আমার মূল কাজ হবে।’
চাপমুক্ত বাংলাদেশকে মোকাবেলা করতে প্রস্তুত ভারতীয়রা। অন্তত সুরেশ রায়না তেমনটাই মনে করছেন। তিনি বলেছেন, ‘কোয়ার্টার ফাইনালের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। খুব চাপের মধ্যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোতে আমাদের নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। বাংলাদেশের সঙ্গে আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি। এখন অনেক বড় একটা ম্যাচের সামনে দাঁড়িয়ে আমরা। আমাদের জন্যে আসল বিশ্বকাপ কাল থেকেই শুরু।’
বাংলাদেশের সেরা ক্রিকেটারদের নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা থাকছে না বলেই দাবি করেছেন ভারতীয় এই অলরাউন্ডার। তার কথায়, ‘আমরা নির্দিষ্ট কোনো খেলোয়াড় নিয়ে ভাবছি না। আমরা তাদেরকে অভিনন্দন জানাই যে, তারা কোয়ার্টার ফাইনাল খেলছে। তারা আসলেই বিশ্বকাপে বেশ ভাল করেছে। দেখুন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া সবাই বিশ্বকাপের কোয়ার্টারে খেলছে। অনেকেই বলেছিল যে, এশিয়ার দেশগুলো পারবে না। কিন্তু সেরা ৮ দলের চারটিই কিন্তু এশিয়ার। ব্যক্তিগতভাবে আমি এটা বেশ পছন্দ করছি। আমরা কালকে সামগ্রিক শক্তির জায়গা দিয়ে বাংলাদেশের বিপক্ষে ভাল করতে চাই। তাদের কে আছে কিংবা কে নেই, এগুলো নিয়ে ভাবছি না।’
বাংলাদেশের স্লো বোলার; এটা কি কোনো সমস্যা নাকি ভারতের জন্য সুবিধা? এমন প্রশ্নে রায়না বলেছেন, ‘কে বলেছে? তাদের কোনো স্লো বোলার নেই। তাদের পেস আক্রমণ অনেক ভাল।’ তিনি আরও যোগ করেছেন, ‘তাদের ৩ জন পেসার আছে। তাসকিন আছে। সে বেশ ভাল বল করে। রুবেল ও মাশরাফি আছে। দুজন বেশ অভিজ্ঞ পেসার। সাকিব আইপিএলে ভাল করেছে। সে দারুণ ক্রিকেটার।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend