এবারো সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বে বিএনপি

Khondokar_mahbub_khokonসভাপতি-সম্পাদকসহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে টানা তৃতীয়বারের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছেন বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থীরা। কার্যনির্বাহি কমিটির ১৪ টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ নয়টি পদে জয়লাভ করেছেন এ প্যানেলের প্রার্থীরা।

অন্যদিকে একজন সহ-সভাপতি ও একজন সহ-সম্পাদকসহ পাঁচটি পদে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা। গত দুইবারের তুলনায় এবার পদ সংখ্যা কমলেও শীর্ষ দুটিসহ নয়টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা জয়ী হয়েছেন ।

ঘোষিত ফলে দেখা যায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন এক হাজার ৮০৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন পেয়েছেন এক হাজার ৬২৭ ভোট। বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন এক হাজার ৯৩৭ ভোট পেয়ে নীল প্যানেল থেকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কমিটির সদস্য মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদি পেয়েছেন এক হাজার ৫২৯ ভোট।

এছাড়া, নির্বাচনে দু’টি সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেলের এএসএম মোক্তার কবির খান এবং সরকার সমর্থক প্যানেলের আবুল খায়ের নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের শওকত আরা বেগম দুলালী। দু’টি সহ-সম্পাদক পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেলের মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল এবং সরকার সমর্থিত প্যানেলের দেলওয়ার মোস্তফা চৌধুরী নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে বিএনপি-জামায়াত জোট সমর্থকদের প্যানেলের নির্বাচিতরা হলেন- শামীমা সুলতানা দিপ্তী, আনোয়ারুল ইসলাম শাহিন, মির্জা আল মাহমুদ ও মো. জসিম সরকার। সরকার সমর্থিত প্যানেলের সদস্যরা হলেন- মহিউদ্দিন শামীম, একেএম দাউদুর রহমান মিনা, অমিত দাশগুপ্ত।

টানা দুই দিন ভোটের পর মঙ্গলবার ভোরে নির্বাচন পরিচালনা উপ-কমিটির প্রধান মো. হারুন অর রশিদ ফল ঘোষণা করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend