মেলান্দহে ট্রাক ছিনতাইয়ের অভিযোগে আটক ২

JAMALPUR7পণ্যবাহী ট্রাক ছিনতাইয়ের অভিযোগে জামালপুরের মেলান্দহে দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টায় তাদের আটক করা হয়।
আটকেরা হলেন জামালপুর জেলার ইসলামপুরের সভারচর গ্রামের নিয়ামত আলীর ছেলে হযরত আলী (২০) এবং রংপুরের পীরগাছার গুয়াবাড়ি গ্রামের ফারুক মিয়ার ছেলে মনির মিয়া (২৪)। ছিনতাই হওয়া ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
এদিকে, মুমূর্ষু অবস্থায় ট্রাকচালক আমিনুল হককে (২২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জেলার বকশীগঞ্জের আজগরের ছেলে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমূল ইসলাম জানান, রবিবার রাত ২টার দিকে ঢাকার তেজগাঁও এলাকার কোহিনূর কেমিক্যাল কোম্পানির গেট থেকে কসমেটিক্স মালপত্রবোঝাই একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট-১৪৭১৩২) কালিয়াকৈরের উদ্দেশে যাত্রা করে। পথে ট্রাকটি ছিনতাইয়ের কবলে পড়ে।
রবিবার সকালে জেলার ইসলামপুরের হাতিজা (চাঙ্গা) মোড়ে ছিনতাইকারীরা তাদের সিন্ডিকেটের কাছে ট্রাকটি হস্তান্তরের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ ট্রাকটি রাস্তায় অবস্থানের কারণে স্থানীয়দের মাঝে সন্দেহ দেখা দেয়। কারণ জানতে অনেক লোক জমা হয়। এ সময় ট্রাকের মধ্য থেকে হাত-পা বাঁধা চালকের চিৎকার শোনা যায়। ইতোমধ্যেই ছিনতাইকারীরা দৌড়ে পালাতে চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend