আত্মগোপনে থাকতে পারেন সালাহউদ্দিন আহমেদ : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Kamalস্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের নিখোঁজের বিষয়ে সরকার পরিষ্কার নয়। তিনি হয়তো কোথাও আত্মগোপন করে থাকতে পারেন।’
রাজধানীর পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বৃহস্পতিবার সার্কভুক্ত দেশসমূহের অংশগ্রহণে ‘Transnational Crime : SAARC Perspective’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ব্যাপারে আদালতের নির্দেশনা অনুসরণ করা হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘সিভিল ফোর্স ও প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রের প্রতি আনুগত্য ও বিশ্বস্ততার প্রমাণ পুলিশ বার বার রেখেছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুলিশের পেশাদার মনোভাব, আইনগত সেবা প্রদানে কঠোর পরিশ্রম, আন্তরিকতা এবং ধৈর্যের জন্য তারা প্রশংসা পেয়েছে। আমরা দক্ষিণ এশিয়া অঞ্চলের জনগণ, আমাদের সম্মিলিত অংশগ্রহণ আমাদের শক্তি।’
তিনি আরও বলেন, ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক তথ্যপ্রযুক্তির জ্ঞান এবং অবাধ তথ্য ও যোগাযোগের উৎকর্ষতাকে কাজে লাগিয়ে পুলিশ কর্মকর্তাগণ আঞ্চলিক পর্যায়ে অপরাধ মোকাবেলায় একযোগে কাজ করতে পারেন।’
অপরাধ এখন আর এক দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে বৈশ্বিক রূপ ধারণ করেছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে পৃথিবীর সব দেশে অপরাধের ক্ষেত্রে নতুন মাত্রা সৃষ্টি হয়েছে। এ প্রশিক্ষণ কোর্স থেকে অর্জিত জ্ঞান পুলিশ কর্মকর্তাদের পেশাদারি জ্ঞান ও ব্যবস্থাপনাগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।’
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর ফাতেমা বেগম বলেন, প্রশিক্ষণার্থীদের আগ্রহ, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা কোর্সটিকে সার্থক করেছে। সার্কভুক্ত দেশসমূহের পুলিশ কর্মকর্তাদের বেশী অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আগামীতে আরও কার্যক্রম গ্রহণ করা হবে।
এ সময় বক্তব্য দেন- বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক, নেপালের পুলিশ কর্মকর্তা পুলিশ সুপার এইচ বি প্রজাপতিসহ অন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend