‘হামলার সময় পাশেই ছিল পুলিশ’

bonnaলেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা বলেছেন, তাদের ওপর হামলার সময় পুলিশ পাশেই অবস্থান করছিল। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বন্যা এ কথা বলেছেন। বুধবার রয়টার্স তার ওই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে।
বন্যা বলেছেন, ‘অভিজিৎ ও আমার ওপর নির্মম হামলার সময় পুলিশ পাশেই ছিল। কিন্তু তারা এগিয়ে আসেনি।’
রয়টার্সকে তিনি বলেন, ‘এখন আমাদের দাবি, খুনীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকার তাদের আওতার মাঝে সব ধরনের পদক্ষেপ যেন নেয়।’
তিনি সরকারের কাছে আহ্বান জানান, হামলাকারীদের পার পাওয়ার সংস্কৃতি যেখানে লেখকরা খুন হলেও খুনীদের বিচার হয় না তা বন্ধ করতে হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমানের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষ বন্যার অভিযোগ খতিয়ে দেখছে।
বই মেলা থেকে ফেরার পথে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালেয়ের টিএসসি এলাকায় লেখক দম্পতি অভিজিৎ-বন্যা দুর্বৃত্তদের হামলার শিকার হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অভিজিৎ। বন্যাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend