‘আমার স্বপ্ন পূরণ হয়েছে’ -রিয়াদ

65569_816646538422612_7319980316465053545_n_0বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের হয়ে সর্বপ্রথম সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে সেঞ্চুরি করবে মনের মধ্যে এটা লালনও করেছেন। কিন্তু কাউকে বলেননি সে কথা। সোমবার অ্যাডিলেডে সেঞ্চুরি পাওয়ার পর সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বপ্ন-জয়ের কথা। কখনও স্বপ্ন দেখেছেন বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান হতে পারবেন এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘এটা ভাবেনি। তবে ইচ্ছে ছিল বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি করা। এই স্বপ্নটা পূরণ হয়েছে আমার।’
তিনি আরো বলেছেন, ‘আমি যতদিন ক্রিকেট খেলব এই ইনিংসটা আমার জন্য অনেক স্পেশাল হয়ে থাকবে। বিশেষ করে আমার প্রথম সেঞ্চুরি। স্কটল্যান্ডের ম্যাচেও ভেবেছিলাম একটা সুযোগ আছে। কিন্তু দুর্ভ্যাগ্যবশত আমার হয়নি। আজকে সেঞ্চুরি করার পরিকল্পনা ছিল না; আমার পরিকল্পনা ছিল জুটি গড়ার।’
মাঠে সেঞ্চুরি উদযাপন করার বিষয়টি কি ছিল এ প্রশ্নে রিয়াদ বলেছেন, ‘আমার বাচ্চা-আমার বউ হোটেলে ছিল। তারা মাঠে আসেনি। তাই তাদের জন্য একটা ফ্লাইং কিস ছিল। এছাড়া যখন জাতীয় সঙ্গীত হচ্ছিল তখন আমি আমার আম্মাকে খুব মিস করছিলাম; -মা তোর মুখের হাসি মলিন হলে .. আমি নয়ন জ্বলে ভাসি, এই লাইনটার সময় মাকে খুব মিস করেছি।’
উইকেট পড়ে গেলে আপনারা শটস খেলছেন প্রেসার ধরে রাখতে পারছেন কিভাবে এ প্রশ্নে তিনি বলেছেন, ‘সত্যি কথা বলতে কি এখানে কোচের একটা ভূমিকা আছে। কোচ বলেছে, তুমি তোমার ইচ্ছা মত শটস খেলতে পার। ইতিবাচক থাকবে, তুমি যদি আত্মবিশ্বাসী থাক এই শট খেলার ব্যাপারে তাহলে খেলতে পার।’
মাঝে খারাপ সময়টা গেছে ওই সময়টার কথা কি মনে আছে এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘ওই সময়টা খুব কঠিন ছিল। মাঝের একটা বছর পারফর্ম করতে পারিনি। ওইটা শিখার একটা স্টেজ ছিল আমার জন্য। আমি অনেক কষ্ট করার অনুপ্রেরণা পেরেছি তখন।’
২ ভায়রা হিসেবে আপনার মাঠে লড়াই করেছেন; অন্যরকম অনুভূতি কিনা এ প্রশ্নে রিয়াদ বলেছেন, ‘মাঠে আমার ২ জন আলাদ। আমি যখন মাঠে ঢুকি তখন আমি জানি আমার কি কাজ, ও(মুশফিক) জানে ওর কি কাজ। মাঠের বাইরে আমরা আত্মীয়। এদিক থেকে আমরা খুব প্রফেশনাল।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend