নারী দিবস উদযাপনে মতিয়া চৌধুরী

2আন্তর্জাতিক নারী দিবসে বৈশাখী টেলিভিশন পরিণত হয়েছে নারী ভূবনে। রোববার সকালে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। এ সময় তিনি ছাড়াও আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর ব্যারিষ্টার তুরিন আফরোজ, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী দিলারা হাফিজ, শিল্পপতি নাসরিন আক্তার, অভিনেত্রী অরুনা বিশ্বাস, শিরিন বকুল প্রমুখ।

অনুষ্ঠান উদ্বোধনকালে মতিয়া চৌধুরী বলেন, একইভাবে দেশের সব প্রতিষ্ঠান যেনো নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেয়। নারীর বহুমাত্রিক অবদানের কথা উল্লেখ করে এই পরিবর্তনে পুরুষ সহকর্মীদের সহযোগিতার মনোভাবকেও স্বাগত জানান কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

নারী নেতৃত্বে এবং নারীদের নির্দেশনায় পরিচালিত বৈশাখী টেলিভিশন দিনভর নারী অতিথিদের পদভারে মুখরিত। সমাজের নানা স্তরের নারীরা আসছেন শুভেচ্ছা জানাতে। বৈশাখী টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। রাত ৮টা পর্যন্ত চলবে লাইভ সঙ্গীতানুষ্ঠান, বিশেষ টকশো, টেলিফিল্ম ও বিশিষ্ট নারীদের সাথে আলোচনা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend