বাংলাদেশ নিয়ে জাতিসংঘ-যুক্তরাষ্ট্র আলোচনা

UN-জাতিসংঘের সহকারী মহাসচিব (রাজনীতি বিষয়ক) অস্কার ফার্নান্দেজ তারানকো ও যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের মধ্যে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনাকালে গত বুধবার বাংলাদেশ বিষয়ে কথা বলেন তারা।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উভয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের চলমান সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের প্রতি জোর দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রায়ান নর্টন বলেছেন, উভয়েই বাংলাদেশে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সঙ্কটের সমাধানে রাজনৈতিক নেতাদের উদ্যোগের প্রতি জোর দিয়েছেন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক গত বৃহস্পতিবার বাংলাদেশে চলমান সহিংসতায় সংস্থাটির গভীর উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন।
গত বছর সাধারণ নির্বাচনের আগে জাতিসংঘ মহাসচিবের পক্ষে সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য ঢাকায় এসেছিলেন তারানকো। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিভিন্ন সময় বাংলাদেশ ইস্যুতে কথা বলেছেন এবং সফর করেছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend