‘খালেদা জিয়ার ওপর প্রেতাত্মা ভর করেছে’

MINISTEমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘খালেদা জিয়ার ওপর প্রেতাত্মা ভর করেছে। তাই দেশের মানুষের কথা চিন্তা না করে হরতাল ও অবরোধের নামে নাশকতা সৃষ্টি করে মানুষ হত্যা করছে।’
মন্ত্রী বলেন, ‘খালেদা দাবি করেছেন নাশকতা সৃষ্টির জন্য নাকি সরকারি দলই দায়ী। অথচ নাশকতাকারীদের ওপর গুলির ঘোষণা করা হলে তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘন হবে। এতে বোঝা যায়, বিএনপি-জামায়াত জোট দেশকে পাকিস্তানে পরিণত করতে চায়। কোনোভাবে সে অবস্থায় নিয়ে যাওয়া যাবে না, দেশের জনগণ তা মেনে নেবে না। দেশের মানুষ তার দাঁতভাঙ্গা জবাব দেবে।’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কালিয়াকৈর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মোজাম্মেল হক আরও বলেন, ‘সড়ক মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করবে। সড়কে সাধারণ যাত্রীদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সে জন্য দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে।’
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মান্নানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি অজিত কুমার, মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক, কালিয়াকৈর পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করীম রাসেল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ইনসুস আলী, মো. মজনু মিয়া ও মো. রফিক দেওয়ান বক্তব্য রাখেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend