একবছরে এইচআইভিতে ৯১ জনের মৃত্যু

aidsদেশে ২০১৪ সালে এইচআইভিতে আক্রান্ত হয়ে ৯১ জনের মৃত্যু হয়েছে। উল্লিখিত সময়ে নতুনভাবে আক্রান্ত হয়েছে কমপক্ষে ৪৩৩ জন।
বেসরকারি সংস্থা লাইট হাউস রবিবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই তথ্য জানায়। সংস্থার যশোর এরিয়া অফিসে অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ডিআইসি ম্যানেজার শাহাফুর বখতিয়ার।
সভায় জানানো হয়, দেশে বর্তমানে কমপক্ষে তিন হাজার ৬৭৪ জন এইচআইভি ভাইরাসে আক্রান্ত ব্যক্তি রয়েছে। এরমধ্যে ২০১৪ সালে নতুনভাবে আক্রান্ত হয়েছে ৪৩৩ জন। এ পর্যন্ত এইচআইভিতে আক্রান্ত হয়ে দেশে মোট ৫৬৩ জন মুত্যুবরণ করেছে বলে সংশ্লিষ্ট সংস্থাগুলো জানতে পেরেছে।
শাহাফুর বখতিয়ার বলেন, ভৌগলিক অবস্থান এবং প্রতিবেশী দেশগুলোতে এইচআইভি ও এইডস-এর আধিক্য বাংলাদেশকে অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলেছে। অজ্ঞতা ও অসচেতনতার কারণে অনিরাপদ যৌনাচারের পাশাপাশি এইচআইভি ও এইডসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে চলেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend