এবার টেবিল-চেয়ার নিয়ে পুলিশ

khaleda_0_0বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের প্রধান ফটকের সামনে টেবিল-চেয়ার বসিয়ে অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসনের একটি দল।
কার্যালয়ের ভেতরে কেউ প্রবেশ করতে চাইলে তার নাম, ঠিকানা ও স্বাক্ষর লিপিবদ্ধ করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে প্রশাসনের এ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একটি দল বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রধান ফটকের সামনে চেয়ার-টেবিল নিয়ে অবস্থান নিয়েছে। চেয়ারপারসনের কার্যালয়ের ভেতরে কেউ প্রবেশ করতে চাইলে তার নাম, ঠিকানা ও স্বাক্ষর লিপিবদ্ধ করা হচ্ছে।
গুলশান কার্যালয়ে অবস্থান নেওয়া এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, স্পেশাল ব্রাঞ্চের নতুন এ কার্যক্রমের ফলে প্রতিদিনের মতো কার্যালয়ের ভেতরে নিয়মিত পবিত্র কোরআন খতম ও দোয়া-দরুদ পড়ানোতে সমস্যা হচ্ছে। ভেতর থেকে হাফেজ ও হুজুররা (মাওলানা) বের হওয়ার পর তাদের নাম ঠিকানা লিখে রাখা হয়েছে। এতে তারা ভীত হয়ে পড়েছেন।
তিনি আরও জানান, চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্য শুক্রবারও এখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কিন্তু নতুন এ নিয়মে হয়রানির ভয়ে অনেকে এখানে আসতে চাচ্ছেন না।
উল্লেখ্য, ৩ জানুয়ারি থেকে প্রায় অবরুদ্ধ হয়ে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিরাপত্তার কথা বলে প্রশাসনের পক্ষ থেকে কিছু দিন তার বাড়ির সামনের গেটে তালা এবং ইট ও বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend