টিউমার মানেই কি ক্যান্সার

Cancer-HOMEস্বাস্থ্য নিয়ে দিন দিন মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নানা রকম রোগের ভীতি। তাই আজকাল অনেকেই ছোটখাট টিউমার হলেই দুঃশ্চিন্তায় পড়ে যান— ক্যান্সার হল কিনা! অনেক ক্ষেত্রে চিকিৎসক বুঝিয়ে বলার পরও ভয় কাটতে চায় না। এটা ওটা পরীক্ষা করার পরও ভয় থেকে যায়, রিপোর্টে কোনো ভুল ছিল না তো?
তাই আমাদের উচিত টিউমার বা ক্যান্সার সম্বন্ধে প্রাথমিক কিছু ধারণা রাখা। তেমন কিছু তথ্য জেনে নিন—
টিউমার কি?
টিউমার হল শরীরের অস্বাভাবিক টিস্যু পিণ্ড, যার কোষ বৃদ্ধি হয় স্বাভাবিকের চাইতে অনেক দ্রুত, অনিয়ন্ত্রিত ও সমন্বয়হীন।
টিউমারের প্রকার

কোষের ধরন ও আচরণ অনুসারে টিউমার ২ ধরনের-

১. বিনাইন (Benign) : বিপজ্জনক নয় এমন
২. ম্যালিগনেন্ট (Malignant) : এটি ক্ষতিকর টিউমার। ক্যান্সার এক ধরনের ম্যালিগনেন্ট টিউমার।
বিনাইন টিউমারের বৈশিষ্ট
ক. এই টিউমার একটি আবরণ (Capsule) দ্বারা বেষ্টিত থাকে
খ. ধীরে ধীরে বৃদ্ধি পায়
গ. আশপাশে বা শরীরের অন্য কোনো স্থানে ছড়ায় না ও
ঘ. অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ ভাল হয় ও স্বভাবতই আর বাড়ে না
ম্যালিগনেন্ট টিউমার বা ক্যান্সারের বৈশিষ্ট্য
ক. ক্যান্সার স্বভাবতই কোন আবরণ (Capsule) দ্বারা বেষ্টিত থাকে না, ফলে বৃদ্ধি হয় অনিয়ন্ত্রিত ও অগোছাল
খ. বৃদ্ধি পায় অতি দ্রুত
গ. আশপাশের টিস্যুতে ছড়িয়ে পড়ে
ঘ. রক্তের মাধ্যমে শরীরের অন্য জায়গায় ছড়িয়ে পড়ে ও
ঙ. প্রাথমিক অবস্থায় সঠিক চিকিৎসা করলে বেশিরভাগ ক্যান্সার ভাল হয়, তবে পুনরায় হওয়ার সম্ভাবনা থাকে, তাই চিকিৎসা নিতে হয় লম্বা সময় ধরে।
ক্যান্সার রোগীর শারীরিক অবস্থা
১. ক্ষুধামন্দা
২. বমিবমি ভাব
৩. রক্তশূন্যতা
৪. অল্প সময়ে ওজন কমে যাওয়া
৫. দিন দিন দুর্বল হয়ে পড়া ও
৬. ক্যান্সারের ধরন অনুযায়ী অন্যান্য লক্ষণ।
অতএব, শরীরে ফোলা বা টিউমারের আচরণ যদি ম্যালিগনেন্ট টিউমারের বৈশিষ্ট্যের মতো না হয় ও রোগীর যদি ক্যান্সারের অন্যান্য লক্ষণসমূহের কোনটাই না থাকে— তাহলে ওই টিউমার নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। বিশেষজ্ঞের পরামর্শ মতন প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের মাধ্যমে দুঃশ্চিন্তা মুক্ত হোন।
লেখক : ডা. মোহাম্মদ ইমরুল হাসান খান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (সার্জারি)
ফেলো অব মিনিমাল ইনভেসিভ সার্জারি (ব্যাংকক)
সহকারী অধ্যাপক (সার্জারি)
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend