যশোরে বিজিবি হেড কোয়ার্টারে বোমা হামলা

Jessorযশোরে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির ব্যাটালিয়ন হেড কোয়ার্টারে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। বুধবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। বোমা হামলার পর পরই বিজিবি সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে থাকা ও চলাচলরত লোকজনকে বেধড়ক মারপিট করে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, অজ্ঞাত ব্যক্তিরা যশোর-নড়াইল সড়কের ওপর থেকে বিজিবি হেড কোয়ার্টারে একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি বিজিবি কম্পাউন্ডে পড়ে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। বোমা হামলাকারীদের ধরতে পারেনি বিজিবি সদস্যরা।
বিজিবির অধিনায়ক জানান, হামলাকারী দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বোমা হামলার পর পরই বিক্ষুব্ধ বিজিবি সদস্যরা কম্পাউন্ড থেকে বেরিয়ে এসে সামনে থাকা লোকজনকে বেধড়ক মারপিট করে। এতে দাঁড়িয়ে থাকা লোকজন, দোকানপাটে আসা ব্যক্তিরা এবং পথচারীদের অনেকেই আক্রান্ত হয়। তবে বিজিবি সিও বলছেন, ‘যাদের ছত্রছায়ায় বোমা হামলা হয়েছে বলে সন্দেহ হয়েছে, তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, ‘বিজিবি হেড কোয়ার্টারের সামনে বোমা বিস্ফোরণের খবর পেয়েছি। সেখানে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে।’
বিজিবি অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বোমা হামলার ঘটনা পুলিশকে জানানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
যশোর শহরের পূর্বপ্রান্তে যশোর-নড়াইল সড়কের উত্তর পাশে বিজিবি ২৬ ব্যাটালিয়নের হেড কোয়ার্টার। রাস্তার অপর পাশে বিসিক শিল্পনগরী হওয়ায় এলাকাটিতে সব সময় প্রচুর লোক থাকে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend