বোকো হারামের ২০০ যোদ্ধা নিহত

Chad-কট্টরপন্থী ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নাইজেরিয়ায় সশস্ত্র লড়াই করছে জিহাদী গ্রুপ বোকো হারাম।
নাইজেরিয়া সরকার এই গ্রুপটির সহিংসতা মোকাবেলায় চাদের সেনাবাহিনীর আশ্রয় নিয়েছে।
চাদের সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বোকো হারামের অন্তত ২০০ যোদ্ধা নিহত হয়েছে।
এক প্রতিবেদনে বুধবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গামবারু ও এনগালায় মঙ্গলবার এই অভিযান চালায় চাদের সৈন্যরা। বুধবার এ তথ্য দিয়েছে দেশটির সেনাবাহিনী।
এদিকে ফোটোকল শহরে বুধবার বোকো হারাম হামলা চালিয়েছে। তবে টেলিফোনে খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাদের সেনাবাহিনী। এতে বোকোর হারামের যোদ্ধারা পালিয়ে যায়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend