গাজীপুরে বাসে পেট্রোলবোমা, দগ্ধ ৬

Gazipur_Bus-Fireগাজীপুরে একটি যাত্রীবাহী বাসে হরতাল সমর্থকদের ছোড়া পেট্রোলবোমায় ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন— রাকিব হোসেন (১০), নুরুন্নবী (২৬), সবুজ (২০), সোহেল (৩৪), মঞ্জুরুল ইসলাম (৩২) ও নাজমুল হোসেন (৩০)। তাদের মধ্যে রাকিব ও নুরন্নবীর অবস্থা আশঙ্কাজনক।
বুধবার রাত ৮টার দিকে ঢাকা-গাজীপুর সড়কের নলজানী এলাকায় ঢাকাগামী বলাকা পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করলে তারা দগ্ধ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর পুলিশ লাইনের কিছুটা পশ্চিমে নলজানী এলাকায় বলাকা পরিবহনের ওই যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে হরতাল-অবরোধ সমর্থকরা। সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। এ সময় ৬ জন যাত্রী দগ্ধ হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়।
গাজীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সালাম সরকার জানান, দগ্ধদের মধ্যে রাকিব হোসেন ও নুরুন্নবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend