জামালপুরে ফিসপ্লেট উপড়ে ফেলার গুজব, থেমে গেল ট্রেন

Jamalpur-trainদুর্বৃত্তরা রেললাইনের ফিসপ্লেট উপড়ে ফেলেছে— চলন্ত অবস্থায় এমন খবর পেয়ে ঢাকামুখী অগ্নিবীণা এক্সপ্রেসের চালক ট্রেন থামিয়ে দেন। এরপর প্রায় ঘণ্টাখানেক ধরে খোঁজখবর ও রেললাইন পরিদর্শন শেষে নিছক গুজব প্রমাণিত হওয়ায় পুনরায় গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
ঘটনাটি জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার পর জয়রামপুর নামক স্থানে রবিবার রাত পৌনে ৮টায় এ ঘটনা ঘটে।
নান্দিনা রেলস্টেশন মাস্টার চাঁন মিয়া জানান, রাত পৌনে ৭টায় জামালপুর রেলস্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেক্স ট্রেনটি ছেড়ে যায়। নান্দিনা-জামালপুর রেলস্টেশনের জয়রামপুর নামক স্থানে পৌঁছলে সংবাদ পেয়ে চালক তৎক্ষণাৎ ট্রেনটি থামিয়ে দেন। পরে রেললাইন পাহারায় নিয়োজিত আনসার সদস্য, জিআরপি পুলিশ ও রেলের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু কোথাও রেললাইন তুলে ফেলার আলামত না পাওয়ায় প্রায় একঘণ্টা দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি গন্তব্যের দিকে ছেড়ে যায়।

জামালপুর রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিছক গুজবের কারণে এমন ঘটনা ঘটেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend