ঝিনাইদহের শৈলকুপায় আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

Lig-jheজাহিদুর রহমান, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ১৩ নং ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ১৩ নং উমেদপুর ইউপি আওয়ামীলীগের আয়োজনে গাড়াগঞ্জ গার্লস স্কুল মাঠ প্রাঙ্গনে ত্রি-বার্ষিকী সম্মেলনে উমেদপুর ইউনিয়ন চেয়অরম্যান মোঃ সাব্দার হোসেন মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই (এমপি) এবং বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন এ্যাড. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ। সম্মেলন উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব বাবর আলী। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিকদার মোশারফ হোসেন সোনা, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ, শৈলকুপা।আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, সিআইপি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগ, এ্যাড. ইসমাইল হোসেন, প্রফেসর বাদশা আলম, সরোয়ার জাহান বাদশা, সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক লীগ, মোঃ শাকিল আহম্মেদ, সভাপতি, জেলা ছাত্রলীগ, প্রফেসর মোঃ আবেদ হোসেন, সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগ, ডাঃ আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক, উমেদপুর ইউনিয়ন।প্রধান অতিথির ভাষনে জেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল হাই বলেন, শৈলকুপার মানুষের মধ্যে একটা তিকর প্রবনতা রয়েছে যেটা আমাকে পীড়াদেয় সেটা হলো, সামান্যতেই মারামারিতে জড়িয়ে পড়া, এটা পরিহার করতে হবে। আর সন্তানদের লেখা পড়া শেখাতে হবে যাতে করে তারা এসব কর্মকান্ডকে পরিহার করে। ’সম্মেলনে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, রেজাউল ইসলাম রাজু, সাবেক ছাত্রনেতা, চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, মতিয়ার রহমান, চেয়ারম্যান, প্রমুখ। ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।ত্রি-বার্ষিকী সম্মেলনে সভাপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন ১৩ নং উমেদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ সাব্দার হোসেন মোল্যা ও সাধারন সম্পাদক পদের জন্য সময় চেয়ে নিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend