‘খালেদাকে হুকুমের আসামী করা যুক্তিযুক্ত’

hasina‘বিএনপি নেত্রী (খালেদা জিয়া) উনার ঘরবাড়ি ছেড়ে অফিসে বসে হুকুম দিচ্ছে। তার হুকুমেই মানুষ পুড়ে মরছে। তাই তাকে হুকুমের আসামী হিসেবে আইনের আওতায় আনাই যুক্তিযুক্ত।’ সংসদে এমন মন্তব্য করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ২০১৪ সালের ন্যায় আবারও মানুষ হত্যায় মেতে উঠেছে। যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, ঠিক তখনই হঠাৎ কোনো ইস্যু ছাড়াই মানুষ খুন করছে বিএনপি।’
দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে বুধবার প্রশ্নোত্তর পর্বে সাবেক মন্ত্রী এ বি তাজুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আইন নিজস্ব গতিতে চলবে। হুকুমের আসামী হিসেবে কী ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারাই ব্যবস্থা নেবে।’
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট ২০১৪ সালে নির্বাচন বানচাল করার নামে অনেক বাড়িঘর পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। আমাদের দুর্ভাগ্য দেশের মানুষ যখন শান্তির পথ দেখছে, ঠিক সে সময় আবারও মানুষ মারা হচ্ছে।’
প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘কেন খালেদা জিয়া মানুষ হত্যায় নেমেছে? কেন নিরীহ মানুষ, সাধারণ মানুষকে মারা হচ্ছে। তিনি (খালেদা) ঘড়বাড়ি ছেড়ে অফিসে বসেই হুকুম দিচ্ছেন। তার হুকুমেই মানুষ পুড়ে মারা যাচ্ছে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend