এক গাড়িতে আগুন, ১৫ ককটেল বিস্ফোরণ

fireবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের ১৫তম দিন মঙ্গলবার রাজধানীর একটি গাড়িতে আগুন এবং ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ধানমণ্ডি ২৭ নম্বরে ভোর পৌনে ৫টার দিকে একটি গণমাধ্যমের (যমুনা টিভি) গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার ভজন কুমার সরকার দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শাহবাগ থানাধীন দোয়েল চত্বরে সন্ধ্যা ৭টার দিকে দুটি, ফুলবাড়িয়া এলাকায় তিনটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনের সামনে রাত ৮টার দিকে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটে।
দোয়েল চত্বরের ঘটনায় রিকশাচালক আবদুল মান্নান এবং ফুলবাড়িয়ার ঘটনায় জুতা ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন আহত হন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দু’জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুরান ঢাকার বংশাল এলাকায় পাঁচটি এবং হাতিরঝিল এলাকায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। তবে এ সব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend