বিটিআরসি-র ওয়েবসাইট ডাউন। হ্যাক হওয়ার দাবী

btrc_hackedএই রিপোর্ট লেখা পর্যন্ত (বাংলাদেশে সময় রবিবার রাত ১১:২৩মি.) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি)-এর ওয়েবসাইটটি (http://www.btrc.gov.bd) বন্ধ অবস্থায় রয়েছে। ফেসবুক এবং টুইটারে দাবী করা হয়েছে যে, আজ সন্ধ্যায় ওই ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছিল। তবে সেই স্ক্রীনশটটি এখনও আমাদের কাছে এসে পৌছেনি। তবে উপরের ছবিটি ফেসবুকে পাওয়া গেছে।

তবে সামাজিক মাধ্যমগুলোতে এই নিয়ে কথা হচ্ছে। সেই সূত্রে জানা গেছে, জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ভাইবার এবং ট্যাংগো বন্ধ করে দেয়ার প্রতিবাদে হ্যাকিং গ্রুপ “অ্যানোনিমাস” বিটিআরসি-র ওয়েবসাইটটি হ্যাক করেছে। তবে এটা আসলেই “অ্যানোনিমাস”-এর কাজ কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এই হ্যাক হওয়ার আরেকটি খবর পাওয়া যায় টুইটারে। পাঠকদের সুবিধার্থে নীচে সেই তথ্য সম্বলিত স্ক্রীনশট দেয়া হলো।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend