‘২০১৯ সালের আগে বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়’

RANGPUR-ho-দল সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, ‘২০১৯ সালের আগে বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়। বিএনপি খুনির দল। খুনির দলের সঙ্গে কিসের আলোচনা।’
তিনি বলেন, ‘আলোচনার কথা বলছেন, আলোচনা হবে ইনশাল্লাহ। ২০১৯ সালের একদিন আগেও আলোচনা নয়।’
রংপুরের মিঠাপুকুরের শাপলা চত্বর এলাকায় শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় তিনি এ সব কথা বলেন। মোজাম্মেল হক মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, জাসদ কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, জাপা নেতা ড. এজাজ আহম্মেদ, গণফোরাম নেতা ড. শাহাদত হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
মোহাম্মদ নাসিম বলেন, ‘১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সমবেদনা জানাতে রংপুরে এসেছি। তারা মা, বোন, সন্তানকে হত্যা করেছে এটা কোনো রাজনীতির ভাষা হতে পারে না। আমরা জনগণের জন্য রাজনীতি করি।’
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি নিজেই অবরুদ্ধ হয়ে আছেন। ঘরে বসে আপনি হত্যা, খুন, গাড়িতে অগ্নিসংযোগ, মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন। বিচার যদি করতে হয় খালেদা জিয়ারই বিচার করতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক-শ্রমিক, মেহেনতি জনগণ সবাই ভাল আছে। কিন্তু আপনি প্রতিহিংসার জ্বালায় দগ্ধ হচ্ছেন।’
‘বিগত ৫ জানুয়ারির নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, ‘ওই সময় গাইবান্ধায় সাতজনকে খুন করা হয়েছে। বগুড়ায় খুন করা হয়েছে। আপনি বলেছিলেন, নির্বাচন করতে দেবেন না। নির্বাচনের সময় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করে বলেছিলেন, আসেন গণভবনে বসেন, চা খাই। দেশের সংকট নিয়ে আলোচনা করি। খালেদা জিয়া সেই আহ্বানে সাড়া দেয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পাঁচটি মন্ত্রণালয় দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেগুলোও নেননি। তিনি জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন। ওই সময় দেশে কেয়ামতের মতো পরিস্থিতির সৃষ্টি করা হয়।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘তত্ত্বাধায়ক সরকার নিয়ে আর কোনো আলোচনা হবে না। ওই ইস্যু মারা গেছে। কবরস্থানে গেছে। বিএনপি চেয়ারপারসন ভারত থেকে সার্টিফিকেট আনার চেষ্টা করছেন। বিজিবি সভাপতির সঙ্গে কথা না বলে মিথ্যাচার করেছেন।’
এরশাদের উদ্দেশে তিনি বলেন, ‘এরশাদ আর ভুল করবেন না। সেই কারণে তাকে আমরা সঙ্গে নিয়েছি। রংপুরের মানুষ এরশাদের প্রতি সহানুভূতিশীল।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend