ভারতে কয়েদিদের ‘যৌনতা উপভোগের’ অনুমতি

India-jail-inmates-to-have-sex-বিবাহিত কয়েদিদের যৌনতা উপভোগের অনুমতি দিয়েছে ভারতের পাঞ্জাব ও হরিয়ানার উচ্চ আদালত।
মঙ্গলবার আদালতের পক্ষ থেকে জানানো হয়, জেলের কয়েদিরা বিবাহিত হলে ও সন্তানধারণের ইচ্ছা প্রকাশ করলে তারা যৌনজীবন উপভোগ করতে পারবেন।
আদেশে আদালত জানায়, যৌনজীবন উপভোগ করা প্রত্যেকটি সুস্থ ও স্বাভাবিক মানুষের মৌলিক অধিকার। জেলের কয়েদিরাও এ অধিকার থেকে বঞ্চিত হতে পারেন না।
এক কিশোরকে অপহরণ করে খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসবীর সিংহ ও তার স্ত্রী সোনিয়ার এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারক সুরাইয়া কান্ত এ আদেশ দেন।
জসবীর সিংহ ও তার স্ত্রী জেলের ভিতর যৌনমিলনের প্রয়োজনীয় ব্যবস্থার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিতে আদালতের কাছে আবেদন জানান।
আবেদনে তারা জানান, জসবীর সিংহ বাবা-মায়ের একমাত্র সন্তান। খুনের ঘটনার মাত্র ৮ মাস আগে তাদের বিয়ে হয়। তাই বংশ রক্ষার জন্য তাদের মিলিত হওয়া প্রয়োজন। তারা শুধুমাত্র যৌনতা উপভোগের জন্য অনুমতি চায় না।
এরপরই ভারতীয় সংবিধানের ২১ ধারা অনুযায়ী আদালত জেল কয়েদিদের যৌনমিলনের অনুমতি দেয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend