নকলায় আবাসিক প্রকৌশলীর অফিস অবরুদ্ধ

Sherpurশেরপুরের নকলা উপজেলার মমিনাকান্দা গ্রামের শতাধিক গ্রাহক ও সাধারণ লোকজন ৭ জানুয়ারি ,রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় আবাসিক প্রকৌশলী পিডিবি অফিস দীর্ঘ দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও নকলা থানার অফিসার ইনচার্জ গোলাম হায়দার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সূত্রে জানা যায়, জালালপুর এলাকায় থেকে মমিনাকান্দা গ্রামের প্রায় ৪০ জন পিডিবির গ্রাহক দীর্ঘ কয়েক বৎসর যাবৎ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিল। ৪ দিন আগে জালালপুর এলাকা থেকে লাগানো পিডিবির সংযোগের তার কেটে দেওয়ার পর আবাসিক প্রকৌশলী পিডিবি নকলা নিরঞ্জন কুন্ডুকে অবগত করলে তিনি দায়িত্বে অবহেলা করার জন্য এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অফিস অবরুদ্ধ করে রাখে। সাধারন বিদ্যুৎ গ্রাহকরা জানান, ৪ দিন ধরে অন্ধকারে থাকার দরুণ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের পড়ালেখার ব্যঘাত ঘটার কারনে আমরা অফিস অবরুদ্ধ করি। নেতাকর্মী ও ওসির হস্তক্ষেপের পর আনুমানিক ২ টার সময় মমিনাকান্দা এলাকায় পুনরায় সংযোগ দিতে বাধ্য হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend