নকলায় ৩ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

vrammoman-adalt-ovijan2-300x245শেরপুরের নকলা উপজেলায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। ৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নকলা উপজেলার উত্তর বাজার এলাকায় পপুলার ওয়েল মিল এর মালিক, আলহাজ্ব মুজিবুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদন্ড, মেসার্স তনু ট্রেডার্স এর মালিক তপন সাহাকে ৫হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড এবং লাইসেন্সবিহীন কেরোসিন ও ডিজেল বিক্রয়ের অপরাধে মেসার্স রফিকুল ট্রেডার্স এর মালিক রফিকুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭দিনের কারাদন্ড প্রদান করেন। মেয়াদর্ত্তীণ ভোজ্য তৈল ও লেবেল বিহীন অবস্থায় বাজারজাত এবং লাইসেন্স বিহীন কেরোসিন ও ডিজেল বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে এসব জরিমানার অর্থ আদায় করা হয়।

র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এ, জেড, এম তৈমুর রহমান এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌফিছ আহমেদ এর যৌথ নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। জামালপুর র‌্যাব-১৪ এর স্কোয়াড কমান্ডার এ,জেড,এম তৈমুর রহমান, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মেয়াদত্তীর্ণভোজ্য তৈল ও লেবেল বিহীন অবস্থায় বাজারজাত এবং লাইসেন্স বিহীন কেরোসিন ও ডিজেল বিক্রয়ের অপরাধে এসব ব্যবসায়ী প্রতিষ্ঠানকে তাৎনিক দন্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দিয়ে এ জরিমানার টাকা আদায় করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend